পেকুয়া প্রতিনিধি:

পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। এদিকে সদস্য সংগ্রহ কর্মসূচীতে ব্যাপক সাড়া মিলছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। তারা বলেন, ফরম সংকটের কারণে বিএনপির সদস্য হতে আগ্রহী বহু মানুষকে লিখিতভাবে সদস্যভুক্ত করা যাচ্ছেনা।  ২৫ আগষ্ট মধ্যম উজানটিয়া ভেলোয়ার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন বলেন, বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচীতে ব্যপক মানুষের অংশগ্রহণ এটাই প্রমাণ করে যে, তারা দেশে গণতন্ত্র চায়, ভোটের অধিকার চায় এবং আগামীদিনে বিএনপির নেতৃত্বে সরকার চায়। তিনি বলেন, বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচী তৃণমূল পর্যায়ে নেতা-কর্মীদের মাঝে একটি আমেজ তৈরী করেছে এবং এ কর্মসূচীতে যথেষ্ট সাড়া দিচ্ছে জনগণ। এ কর্মসূচীর মাধ্যমে বিএনপি তৃণমূল পর্যায়ে যতেষ্ট শক্তিশালী হচ্ছে এবং এ শক্তি নিয়েই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশরত্ম তারেক রহমান ও জননেতা সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে গণতন্ত্র রক্ষার আন্দোলনে স্বৈরাচার সরকারের পতনে বলিষ্ট ভূমিকা রাখবে।

উজানটিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউল করিম চৌধুরী মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উজানটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাষ্টার আরিফ আহমদ, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মীর মোশারফ হোসেন টিটু, পেকুয়া উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ইউসুফ রুবেল, উপজেলা যুবদলের সভাপতি মোসলেম উদ্দিন, উপজেলা শ্রমিকদলের সভাপতি মুজিবুল হক চৌধুরী, উপজেলা মহিলাদলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন ঝিুন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কামরান জাদিদ মুকুট, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা মহিলাদল সাধারণ সম্পাদিকা সাবেক এমইউপি শওকত আরা শেফু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ খোকন, ওয়াহেদুল ইসলাম প্রমূখ। ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরহাদ ইকবাল পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন।

এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন এমজারুল, ইউনিয়ন বিএনপির উপদেষ্টা নুরুল আলম, বিএনপি নেতা আলী আকবর, ছিদ্দিক আহমদ এমইউপি, ডা: রাহমত উল্লাহ, জাফর আলম এমইউপি, আবদুল মালেক, আবদুর রহিম এমইউপি, বদিউল আলম, মোস্তফা, এহসানুল হক এমইউপি, গিয়াস উদ্দিন, মঈন উদ্দিন, আবু ছৈয়দ, মাহবুব আলম, ডালিম, ইদ্রিস, সাদেক, এচপার উদ্দিন, নাছিম উদ্দিন সাবেক এমইউপি, ইয়াকুব নবী, যুবদল নেতা ওয়াহিদুজ্জামান, নেছার, মানিক, আবুল শামা, জালাল উদ্দিন, ছাত্রদল নেতা নবাব শরীফ, কাইসার উদ্দিন, মামুন, হাজেম, স্বেচ্ছাসেবকদল নেতা মনজুর আলম, সালাহউদ্দিন, তানভীর, শহীদ মৎস্যজীবিদল নেতা আজম উদ্দিন, মহিলাদলের সভানেত্রী রুকেয়া বেগম প্রমূখ।