প্রেস বিজ্ঞপ্তি:
প্রবীণ শিক্ষক ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলহাজ্ব সোলতান আহমদ বিএবিএড (সোলতান স্যার) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের মেঘালয় রাজ্যের সিলং এ অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ ভারত থেকে ইমেইলে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, মরহুম সোলতান আহমদ চকরিয়ার শিক্ষা বিস্তারের অগ্রদূত এবং একজন সর্বজন প্রিয় আলোকিত মানুষ ছিলেন। বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য চকরিয়া উপজেলার ভেওলা মানিকচর ইউনিয়নের বেতুয়ারকুল নিবাসী প্রবীণ শিক্ষক সোলতান আহমদ ২৫ আগষ্ট সকাল ৯ টায় বার্ধক্যজনিত রোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। ২৬ আগষ্ট সকাল ১১ টায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।