খালেদ হোসেন টাপু,রামু
কক্সবাজার সদর উপজেলার দরগাহ এলাকায় মহাসড়কে যাত্রীবাহী মাইক্রো বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহীর করুণ মৃত্যু হয়েছে। আহত ১জনকে আশংকাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ঘাতক মাইক্রো বাসটিকে আটক করেছে বলে জানিয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে দরগাহ গেইটে এ ঘটনাটি ঘটে। নিহত মোটর সাইকেল আরোহীর নাম প্রবাসী মিজান(৩০)। তার বাড়ি দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে। এদিকে দক্ষিণ মিঠাছড়ির চেয়ারম্যান ইউনুছ ভুট্টো বিষয়টি নিশ্চিত করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।