বিশেষ সংবাদদাতা :

কক্সবাজারের কুতুবদিয়ায় অস্ত্র ও গুলিসহ ইউনিয়ন পরিষদের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার বেলা ১১টার দিকে কুতুবদিয়া উপজেলার লেমশিখালী ইউনিয়নের বঙ্গোপসাগর উপকূলে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কুতুবদিয়া থানার ওসি মো. দিদারুল ফেরদৌস।

গ্রেপ্তার মোহাম্মদ ইসহাক (৩৮) কুতুবদিয়ার লেমশিখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। তার বিরুদ্ধে সাগরে জলদস্যুতাসহ বিভিন্ন অভিযোগে কুতুবদিয়া থানায় পাঁচটি মামলা রয়েছে।

দিদারুল বলেন, সাগর উপকূলে দুর্বৃত্ত চক্র অস্ত্র মজুদ করে জড়ো হয়েছে খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও পুলিশ ধাওয়া দিয়ে একজনকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে দেশে তৈরি দুটি বন্দুক ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়।

তিনি বলেন, গ্রেপ্তার মো. ইসহাক একজন চিহ্নিত জলদুস্য। তার নেতৃত্বে বাহিনী গঠন করে বঙ্গোসাগরের কুতুবদিয়া উপকূলে জলদুস্যতা সংঘটনের নানা অভিযোগ রয়েছে। জলদুস্যতাসহ বিভিন্ন অভিযোগে কুতুবদিয়া থানায় পাঁচটি মামলা রয়েছে।

গ্রেপ্তার ইসহাকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি দিদারুল। কুতুবদিয়া থাননায় যোগদানের পর হতে একের পর জলদস্যু সন্ত্রাসীদের দমনে অভিযান সচল রয়েছে। এতে চৌকস পুলিশ অফিসার দিদারুল ফেরদৌস এর প্রতি মানুষের আস্থা আর স্বস্তি ফিরে পেতে শুরু করেছে গ্রামের মানুষ।