ইমাম খাইর, সিবিএন:
শহরের কলাতলী মেরিন ড্রাইভরোড এলাকা থেকে মিয়ানমারে তৈরী আমদানী নিষিদ্ধ ২ লাখ সিগারেটসহ দুই জনকে আটক করেছে র্যাব। এ সময় তাদের বহনকারী নোহা গাড়ীটিও জব্ধ করা হয়। ২৫ আগষ্ট দিবাগত রাত পৌনে দুইটার দিকে র্যাব-৭ এর একটি দল এ অভিযান চালায়।
আটক পাচারকারীরা হলো- উখিয়ার পূর্ব মরিচ্যা (ইয়ামিন বড় পাড়া) এলাকার নজির আহমদের ছেলে এরশাদ উল্লাহ (৩২) ও রামু ধেচুয়াপালং এলাকার হাবিবুল্লাহর ছেলে বেলাল উদ্দিন (৪২)।
কক্সবাজারস্থ র্যাব-৭ এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ রুহুল আমিন জানান, মেরিন ড্রাইভ সড়ক হয়ে একটি নোহা গাড়ীযোগে (রেজিঃ নং- চট্টমেট্রো-চ-১১-২৯১৪) আমদানী নিষিদ্ধ সিগারেট এর চালান যাচ্ছে সংবাদে অভিযান চালানো হয়। এ সময় দুই পাচারকারীসহ মিয়ানমারে তৈরী ২ লাখ মানসান ও মার্বেল সিগারেট ও গাড়ী জব্ধ করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
মিয়ানমারে তৈরী ২ লাখ নিষিদ্ধ সিগারেটসহ আটক ২
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।