চকরিয়া প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ইতিহাস ঐতিহ্য ও গৌরবের অগ্রযাত্রায় ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চকরিয়া পৌরসভা শাখার উদ্যোগে আলোচনা সভা গত ২২ আগষ্ট বিকাল ৩টায় কোটসেন্টারস্থ পৌর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবকদলের সভাপতি এএইচএম নুরুল আমিনের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ¦ নুরুল ইসলাম হায়দার। তিনি বলেছেন, স্বেচ্ছাসেবকদলের ঐতিহ্যকে ধরে রাখতে কাজ করতে হবে। প্রত্যেক গণ আন্দোলনে যেভাবে ভূমিকা রেখেছে আগামীতেও গণতন্ত্র রক্ষা ও ভোটাধিকার ফিরিয়ে আনতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলনের যে ডাক দেবেন, তাতে সালাহ উদ্দিন আহমদের নেতৃত্বে স্বেচ্ছাসেবকদলের প্রত্যেক নেতাকর্মীকে ঝাপিয়ে পড়তে হবে।

বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ ফখরুদ্দিন ফরায়েজী, সাংগঠনিক সম্পাদক এম গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক আকতার ফারুক খোকন, ৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি কফিল উদ্দিন, বক্তব্য রাখেন পৌরসভা যুবদলের সভাপতি মাহমুদুল করিম, পৌরসভা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মনছুর আলম, পৌর শ্রমিকদলের সদস্য সচিব এম জয়নাল আবদীন, ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাদুর আলম, পৌর স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক এম কাইছার হামিদ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক এম সাদ্দাম হোসেন নিশান, পৌর স্বেচ্ছাসেবকদলের সহসভাপতি জাহেদুল ইসলাম সৈয়দ, নুর মোহাম্মদ, যুগ্ম সম্পাদক রানা হামিদ, পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম সুমন, ৭নং ওয়ার্ড ক শাখা স্বেচ্ছাসেবকদল সভাপতি সাইফুল ইসলাম রানা, ৮নং ওয়ার্ড সভাপতি জয়নাল আবদীন, ৬নং ওয়ার্ড সভাপতি জহিরুল ইসলাম, ২নং ওয়ার্ড সভাপতি মো: করিম, কক্সবাজার জেলা সদস্য মিজানুর রহমান, ৩নং ওয়ার্ড আহবায়ক মো: রাসেল, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ফজল কাদের, ৭নং ওয়ার্ড ক শাখা সাধারণ সম্পাদক আবদুল হাকিম, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান সবুজ, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, ৪নং ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সম্পাদক বাদশা মিয়া, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ইসফাতুল ইসলাম তৌহিদ, উপস্থিত ছিলেন পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল হক, পৌর বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন রানা, পৌর যুবদলের সহসভাপতি কামরুল হাসান জাস্টিস, পৌর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলী, পৌর স্বেচ্ছাসেবকদলের সহসাংগঠনিক সম্পাদক আবু বক্কর, শওকত ওসমান, পৌর শ্রমিকদল নেতা দিদারুল ইসলাম, স্বেচ্ছাসেবকদল নেতা সোহেল রানা, মনছুর আলম, মো: রুবেল হোসেন, সাইফুল ইসলাম, মিজানুর রহমান, আবু নয়ন, জসিম উদ্দিন, ফোরকানুল ইসলাম, আমির হামজা, আতিকুল ইসলাম আরাফাতসহ বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।