খালেদ হোসেন টাপু,রামু :
কক্সবাজার সিটি কলেজ শিক্ষার্থী এনামুল হক খুনের ঘটনার জড়িত আমির হামজা (৩৫) নামে এক ব্যক্তি কে আটক করেছে পুলিশ। জোয়ারিয়ানালা ইউনিয়নের সে নন্দাখালী মুরাপাড়ার হাসমত আলীর ছেলে।
বৃহস্পতিবার বিকেলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নন্দাখালী এলাকায় তাকে আটক করে পুলিশ। এদিকে রামু থানার ওসি তদন্ত কবির হোসেন আটকের বিষয় নিশ্চিত করেছেন।
উল্লেখ্য যে বৃহস্পতিবার সকাল ৭ টা ৩০ মিনিটে সন্ত্রাসী হামলায় আহত কলেজছাত্র এনামুল হক চট্টগ্রামে একটি ক্লিনিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে লাশ রয়েছে বলে জানা গেছে।