প্রেস বিজ্ঞপ্তি :

বাংলাদেশের অন্যতম গণসাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কক্সবাজার সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত সপ্তাহব্যাপী নাটক বিষয়ক কর্মশালা বৃহস্পতিবার ২৪ আগষ্ট বিকাল ৩ টা থেকে কক্সবাজার ইনিস্টিটিউট অফ পাবলিক লাইব্রেরিতে শুরু হয়েছে। উদীচী কক্সবাজার সরকারী কলেজ শাখার সভাপতি জাহেদুল হক সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল ধরের সঞ্চালনায় উক্ত নাট্য কর্মশালায়র উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশিক্ষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রথম ব্যাচের কৃতি শিক্ষার্থী মামুনুল হক এবং ইমরান হোসেন। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমি কক্সবাজার এর সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা আয়াজ মাবুদ, উদীচী কক্সবাজার জেলা সংসদের সহ সাধারণ সম্পাদক বোরহান মাহমুদ, মহেশখালী উদীচীর সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন, যুব ইউনিয়ন কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক সংস্কৃতি কর্মী ফাতেমা আক্তার মার্টিন, আরো উপস্থিত ছিলেন প্রশিক্ষনার্থী উদীচী কর্মী বৃন্দ। সপ্তাহ ব্যাপী এই নাটকের কর্মশালা ৩০ আগষ্ট ২০১৭ শেষ হবে।