খালেদ হোসেন টাপু, রামু:
রামুতে পুকুরের পানিতে ডুবে অকাল মৃত্যু হয়েছে ৬ বছরের ১ শিশুর। বুধবার (২৩ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার চাকমারকুল ইউনিয়নের শ্রীমুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাকিবুল ইসলাম (৬) ওই এলাকার সৌদি প্রবাসী আবু তাহের এর ছেলে এবং শ্রীমুরা নূরানী তালিমুল কোরআন মাদরাসার ছাত্র।
স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর জানিয়েছেন, বাসার সবার অগোচরে শিশু রাকিবুল বাড়ির পেছনে পুকুরে হঠাৎ পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর পুকুরে রাকিবুল ইসলামের মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। রাত সাড়ে ১০ টার দিকে শ্রীমরা ষ্টেশন চত্বরে শিশু রাকিবুলের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে স্থানীয় কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
.