প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার শহর যানজটমুক্ত করতে পরিবহণ সংশ্লিষ্ট নেতাকর্মীদের সাথে জেলা প্রশাসকেরর সভাপতিত্বে সম্প্রতি সময়ে কউক চেয়ারম্যান সহ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে যানজট নিরসন কমিটির সভার সিদ্ধান্ত ক্রমে শহরের লাইসেন্স বিহীন অবৈধ টমটম,অপ্রাপ্ত বয়স্ক চালকদের ধারা পরিচালতিক টমটম আটক করার যে সিদ্ধান্ত হয়েছিল, কক্সবাজার পৌর টমটম মালিক চালক ঐক্য পরিষদ সেই সিদ্ধান্তের প্রতি সংহতি জানিয়েছিল। কারন কক্সবাজার পৌর টমটম মালিক চালক ঐক্য পরিষদ পর্যটন নগরীর সৌন্দর্য্য রক্ষায় আর দেশি-বিদেশি পর্যটকদের কাছে একটি নিরাপদ শহর হিসেবে দেখতে চায়।

কক্সবাজার পৌর টমটম মালিক-চালক ঐক্য পরিষদের সভাপতি নাজিম উদ্দিন সাধারণ সম্পাদক এইচ.এম নজরুল ইসলাম যৌথ বিবৃতি আরও বলেন, ব্যক্তি স্বার্থের চাইতে নগরীর সাধারণ মানুষের কথা চিন্তা করে আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রর এগিয়ে নিয়ে যাচ্ছি। ২/৩ দিন আগে শহরে টমটম দূর্ঘটনায় এক সাথে তিন জনের প্রান হারাতে হয় শুধু মাত্র অপ্রাপ্ত বয়স্ক চালকের কারনে,এমন ঘটনা অহরহ ঘটছে। সেই দূর্ঘটনার পর প্রশাসন শহরের অবৈধ ভাবে লাইসেন্স বিহীন যে টমটম ইজিবাইক গুলো শহরের চলাচল করছে তাদের চিহ্নিত করতে অভিযান শুরু করে আমরা সেই অভিযানকে সাধুবাদ জানাচ্ছি। এবং উক্ত অভিযান অব্যাহত রাখার অনুরোধ করছি। যারা অবৈধ ভাবে ক্ষমতার প্রভাব দেখিয়ে লাইসেন্স বিহিন টমটম ইজিবাইক পরিচালিত করে যাচ্ছে একই সাথে তাদের আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।

কক্সবাজার টমটম ইজিবাইক মালিক চালক ঐক্য পরিষদ (রেজি নং১৯৬৮) সবসময় বৈধতার পক্ষে। আজকে যারা অবৈধ লাইসেন্স বিহিন টমটম রক্ষায় শহর অবরোধ করে রেখেছে তাদের সাথে এবং সেই আন্দোলনের সাথে কক্সবাজার পৌর টমটম মালিক চালক ঐক্য পরিষদের কোন স¤পর্ক নেই।

যারা আন্দোলনের নামে নিরীহ চালকদের উপর হামলা ও টমটম ভাঙচুর করছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।

একই সাথে প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি লাইসেন্সধারী নবায়নকৃত টমটম আটক করে মালিক চালকের হয়রানি করবেন না,এবং যেসব লাইসেন্সকৃত টমটম জব্দ করা হয়েছে তা পুনরায় যাচাই-যাচাই করে চেয়ে দেওয়ার অনুরোধ করছি। প্রতি বছর কক্সবাজার পৌরসভার কোটি টাকার আয়ের উৎস কিন্তু উক্ত টামটম পরিবহণ।