আমেরিকার প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সফর করেছেন এতে অনেকে খুশি আবার কাতারের মত দেশের ভয় ঢুকেছে । বিশ্ব এখন অপেক্ষায় ডোনাল্ড ট্রাম্প কি ঘটাবেন। দেশে এখন অশান্তি , সরকার বড় না আদালত বড় । এই নিয়ে টেনশন , আবার কারো অ্যাকশন!

চুরি,ডাকাতি, হত্যা,গুম,যানজট ইত্যাদি তো  আছেই । ভারতীয় চ্যানেল স্টার জলসা জি -বাংলা নিয়ে অনেক পরিবারে অশান্তি লেগেই আছে। দারিদ্রতা  পিছু ছাড়ছেনা। 57 ধারার নামে শয়তানি ধারায় যে কেউ ফেসে যাচ্ছে। যেদিকে তাকাই মানুষের হাহাকার। বন্যায় প্লাবিত সারা বাংলাদেশ। না খেয়ে আছে হাজারো প্লাবিত মানুষ। সব যায়গায় দূর্নীতি। ঘুষের অভাবে চাকরী হচ্ছেনা অনেকের। বিদ্যুতের লোড শেডিং বেড়েই চলেছে। যে হারে টমটম বাড়ছে মানুষ প্রাইভেট গাড়ি হিসেবে টমটম কিনতেছে।

মূলকথা হচ্ছে উপরের একটার সাথেও আমার কোন সমস্যা নাই। যেখানে যা ঘটুকনা কেনো, আমার কি?
আমি শুধু আমার পরিবারে প্রধানমন্ত্রী হতে চাই। আমি স্বাধীন ভাবে টিভি দেখতে চাই। স্বাধীনভাবে ঘুরতে চাই। স্বাধীনভাবে খাওয়া দাওয়া করতে চাই। নিজের ইচ্ছেমত সময়ে ঘরে ফিরতে চাই। অবিবাহিত থাকতে বাড়িতে বাঘের মত চিল্লাইতাম, এখন বিয়ের পরেও আমি চিল্লাই ;মিয়াউ; মিয়াউ; বলে।
আমি আমার স্বাধীনতা ফিরিয়ে আনতে পরিবারের প্রধানমন্ত্রী হতে চাই।
কক্সবাজার কমেডি ক্লাবের কমেডিয়ান শাহী কামরান চা খেতে খেতে গল্প শুনাচ্ছিলেন সিবিএন সম্পাদক কে। তিনি কাল্পনিক গল্প শুনে হাসতে হাসতে মাটিতে লুটে পড়েন। হা হা হা হা হা হা । প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন নিজের ঘরে!

– শাহী কামরান