বলরাম দাশ অনুপম:
কক্সবাজার সদরের ইসলামপুর বাজার থেকে ৮ হাচার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ রুহুল আমিনের নেতৃত্বে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় বুধবারা সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো-সদরের পোকখালীর মোঃ রমজান আলীর পুত্র মোঃ ইশরাফ (২৪), একই এলাকার মোঃ শফি আলমের পুত্র মোঃ রেজাউল করিম (২৪) ও ইসলামপুর নাপিতখালীর মোঃ মঞ্জুর আলমের পুত্র মোঃ শাহাবুদ্দিন (২৬)। আটককৃতদের সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে চালিয়েছে মেজর মোঃ রুহুল আমিন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।