স্পোর্টস ডেস্ক:

রেফারিকে ধাক্কা মারার শাস্তি হিসেবে চড়া মূল্য দিতে হলো ক্রিস্তিয়ানো রোনালদোকে। কঠিন শাস্তি হিসেবে ৫ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। সেই রায়ের বিরুদ্ধেই আপিল করেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু দেশটির ক্রীড়া আদালত সেই আবেদনে আর সাড়া দেননি। আগের রায়ই বহাল রেখেছেন।

এরফলে ক্লাবের পরের তিন খেলায় নিষিদ্ধ থাকছেন রোনালদো। লা লিগায় পঞ্চম সপ্তাহে রিয়াল বেতিসের বিপক্ষে খেলতে পারবেন তিনি।

এদিকে ইন্সটাগ্রামে রায়ের পর ক্ষোভ এভাবেই ঝেরেছেন রোনালদো, ‘ধারণার বাইরে আরেকটা সিদ্ধান্ত দেওয়া হলো। অবিচারের পর অবিচার।’

এর আগে ন্যু ক্যাম্পে সুপার কাপের প্রথম লেগে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা-রিয়াল। উত্তেজনা ছড়ানো ম্যাচটিতে রিয়াল জেতে ৩-১ ব্যবধানে। যেখানে সফরকারীদের দ্বিতীয় গোলটি করেছিলেন রোনালদো। দুর্দান্ত গোল করে পর্তুগিজ তারকা বুনো উল্লাসে মেতে ওঠেন তার জার্সি খুলে। স্বাভাবিকভাবেই হলুদ কার্ড দেখেন এই অপরাধে। ৮০ মিনিটের ওই ঘটনার মিনিট দুয়েক পর রোনালদো বার্সেলোনার ডি বক্সে ‘ডাইভ’ দিলে দ্বিতীয় হলুদ কার্ডের সঙ্গে দেখেন লাল কার্ড। ব্যাপারটা মোটেও ভালো লাগেনি তার, ক্ষুব্ধতা প্রকাশ করেন রেফারি রিকার্দো দি বারগোসকে হাত দিয়ে ধাক্কা মেরে। দ্বিতীয় এই অপরাধেই কঠিন শাস্তি মেলে রোনালদোর।