মিছবাহ আজাদ, উখিয়া :

কক্সবাজার উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান  শাহ আলমের করা ৫৭ ধারা মামলায় ৪ জনকে কারাগারে পাঠিয়েছে কক্সবাজার জেলা চীফ জুডিসিয়াল আদালত। ২২ আগষ্ট (মঙ্গলবার) উক্ত ৫৭ ধারা মামলার উচ্চ আদালতের আগাম জামিনের মেয়াদ শেষ হলে কক্সবাজার জেলা চীফ জুডিসিয়াল আদালতে আত্ম সমপর্ণ করলে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। আটককৃতরা হলেন, হলদিয়াপালং ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমিনুল হক আমিন মেম্বার, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ভয়েসকক্স ডটকমের সম্পাদক জসিম আজাদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও আজকের কক্সবাজার পত্রিকার উখিয়া প্রতিনিধি শফিউল্লাহ শাহিন এবং ব্যাংকার জামাল মাহমুদ।

গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারী দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ এনে “পালং নিউজ ডটকম” নামক ফেইসবুক পেইজের একটি পোস্টকে কেন্দ্র করে ২৪ জুন সন্দেহ ভাজন ৫ জন আসামী করে হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান উখিয়া থানায় উক্ত মামলাটি দায়ের করেন।