গিয়াস উদ্দিন, পেকুয়া:
পেকুয়া-বাঁশখালী সীমান্ত ব্রীজ এলাকায় সোমবার দিবাগত রাতে RAB-৭ এর চট্টগ্রামের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭টি অস্ত্র, ২০ রাউন্ড গুলিসহ পেকুয়ার শহিদ, হারুন ও আলম নামের ৩ জনকে আটক করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন লেঃ কর্ণেল আশেকুর রহমান।
আটককৃতদের মধ্যে ২ জনের বাড়ী পেকুয়া ও একজনের বাড়ী রাজাখালীতে। তাদের চট্টগ্রামের পতেঙ্গাস্থ RAB-7 এর কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
বিস্তারিত আসছে…