খালেদ হোসেন টাপু,রামু:

২২ আগষ্ট রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় ষ্টেডিয়ামে জেলার বৃহত্তম মেজবান অনুষ্ঠিত হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে রামুতে কক্সবাজার-৩ আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের নেতৃত্বে এবারও বৃহত্তম মেজবানের আয়োজন করা হয়েছে। রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে আয়োজিত এ বৃহত্তম মেজবানকে ঘিরে নেতাকর্মীদের মাঝে প্রাণ চঞ্চলতা ফিরে এসেছে।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মেজবান বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান সাংসদ সাইমুম সরওয়ার কমল ও মহাসচিব উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম জানান, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গত বছরের মত এবারও রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে বৃহত্তম পরিসরে মেজবানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, স্টেডিয়ামের প্রধান ফটকে বঙ্গবন্ধুর খুনিদের জন্য প্রতীকি কারাগার স্থাপনসহ ইত্যাদি কর্মসূচি গ্রহণ করা হয়। তারা মেজবান বাস্তবায়নে পৃথক পৃথক উপকমিটিও গঠন করা হয়েছে উল্লেখ করে সকলের প্রতি মেজবানে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।