জাহেদুল ইসলাম, লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলার গৌড়স্থান গুচ্ছগ্রাম এলাকায় ২১ আগষ্ট সোমবার সকালে মোঃ রুবেল (১৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

নিহত রুবেল ওই এলাকার মোঃ নুরুল ইসলামের পুত্র। তিনি পেশায় একজন দিনমজুর। স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে স্থানীয়রা তাকে একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে লোহাগাড়া থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল বিবরণী লিপিবদ্ধ করা হয়। লাশের শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। ধারনা করছেন আত্মহত্যা। তবে আত্মহত্যার কোন কারণ জানা যায়নি।
কারো কোন আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।