সিবিএন:
চকরিয়া উপজেলা খুটাখালীতে আবু হেনা (১৯) নামে এক যুবকের লাশ পাওয়া গেছে। ইউনিয়নের শিয়াপাড়ায় লাশটি পড়ে রয়েছে। নিহত যুবক ওই এলাকার আবদুর রহমানের পুত্র এবং পেশায় হাইয়েস চালক। স্থানীয় সংবাদকর্মী আনোয়ার হোছাইন মুঠোফোনে সিবিএনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সকালের দিকে শিয়াপাড়া লাশটি দেখতে স্থানীয়রা। লাশটি দেখতে শত শত উৎসুক ওই এলাকায় ভিড় জমিয়েছে। তবে এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ওই যুবক স্থানীয়দের সাথে ঝগড়া করতো বলে জানা গেছে।
খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান জানান, লাশ পড়ে থাকার ঘটনাটি তিনি জেনেছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এখন পর্যন্ত মৃত্যু কারণ বা বিস্তারিত জানা যায়নি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।