ক্রীড়া ডেস্ক:
তুমুল সমালোচনা আর সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠার পরই হয়তো বিসিবির বোধোদয় ঘটেছে মুমিনুলকে বাদ দেয়াটা ঠিক হয়নি। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরীক্ষিত এই ব্যাটসম্যানের প্রয়োজন ছিল। এ কারণে, একদিন যেতে না যেতেই আবার দলে ফেরানো হলো মুমিনুলকে। যদিও তার কারণে বাদ যেতে হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে। চোখের কর্নিয়ায় সমস্যা থাকার কারণে মোসাদ্দেককে বাদ দিয়ে নেয়া হয়েছে মুমিনুলকে।
এভাবে হঠাৎ করে আবারও দলে ফিরবেন এটা ভাবতেই পারেননি মুমিনুল হক। আগেরদিনই বাদ পড়া প্রসঙ্গে জাগো নিউজকে তিনি বলেছিলেন, ‘আরও কঠোর পরিশ্রম করতে হবে। ইনশাআল্লাক কামব্যাক করবো।’
পরেরদিন কাকতালীয়ভাবে দলে ফিরে আসার পর জাগো নিউজের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুমিনুল বলেন, ‘এভাবে দলে জায়গা হবে ভাবিনি। যাক, এটা সম্পূর্ণ অল্লাহর ইচ্ছে।’
যেভাবেই হোক এখন তো আপনি দলের সদস্য। কেমন লাগছে? মুমিনুলের জবাব, ‘দলে জায়গা পেলে কার না ভাল লাগে? আমারও ভাল লাগছে।’
এখন মুমিনুলের একটাই লক্ষ্য ভালো খেলা এবং দলে জায়গা ধরে রাখা। তিনি বলেন, ‘আমার লক্ষ্য ও কাজ একটাই, যত সম্ভব ভাল খেলা। আমি বিশ্বাস করি ভাল খেলে রান করতে পারলেই আবার জায়গা নিশ্চিত হবে। কাজেই আমার লক্ষ্য একটাই- সুযোগ পেলে ভাল খেলা। রান করা।’
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।