প্রেস বিজ্ঞপ্তি
মহান জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু সহ সকল শহীদ স্মরণে এবং ১৭আগস্ট দেশব্যাপি একযোগে সিরিজ বোমা হামলা ও ২১আগষ্ট নারকীয় বোমা হামলায় আইভি রহমান সহ সকল নিহতের বিচার দাবীতে জাতীয় শ্রমিকলীগ, কক্সবাজার জেলা শাখা দিনব্যাপি কর্মসূচি পালন করেছে। গতকাল ২০আগষ্ট সকালে জাতীয়-দলীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, খতমে কুরআন ও মোনাজাত শেষে সকাল ১১টায় সাংস্কৃতিক কেন্দ্রে শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিক লীগ, কক্সবাজার জেলা সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্ত্বে ও সাধারন সম্পাদক, সাবেক ছাত্রনেতা শফিউল্লাহ আনছারীর সঞ্চালনে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি এড.সিরাজুল মোস্তাফা, প্রধান বক্তা-জাতীয় শ্রমিক লীগ, কেন্দ্রীয় কার্যকরি কমিটির যুগ্ন-সম্পাদক সফর আলী, বিশেষ অতিথি-জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, যুগ্ন-সম্পাদক আশেক উল্লাহ রফিক এম.পি, সাইমুম সরওয়ার কমল এম.পি। বক্তারা বলেন-আগষ্ট মাসে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার ধারাবাহিকতায় ১৭আগষ্ট সিরিজ বোমা হামলা ও ২১ আগষ্ট পল্টনে বোমা হামলায় হত্যাযজ্ঞের মধ্য দিয়ে পরিণত হয় শোকের মাস। যে হত্যার ক্রিড়ক ছিলো রাজাকার ও বিএনপি জামাত। সেই খুনি অপশক্তি এখনো দেশি-বিদেশি চক্রে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে উন্নয়ন কার্যক্রম দেশের অগ্রযাত্রায় ভীত হয়ে বেগম জিয়া তার দোসর নিয়ে আদালতের রায়’কে পুঁজি করে অপরাজনীতি শুরু করেছে। তাই আমাদের শোককে শক্তিতে পরিণত করে ছাত্র-যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে কৃষক-শ্রমিক-জনতার একতা গড়ে তুলতে হবে। আগামী জাতীয় নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে ব্যর্থ হলে অপশক্তি সোনার বাংলাকে শশ্মাণে পরিণত করবে। সভায় বক্তব্য রাখেন-শ্রমিকলীগ কেন্দ্রিয় সদস্য এড.হাবিবুর রহমান, জেলা আ’লীগ যুগ্ন-সম্পাদক মাহবুবুল হক মুকুল, শ্রমিক নেতা নইমুল হক চৌধুরী টুটুল, শ্রম বিষয়ক সম্পাদক কাজী শামীম আহমদ, এড.অরূপ বড়ুয়া তপু, চট্টগ্রাম মহানগর শ্রমিকলীগ সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, জেলা মহিলালীগ সাধারন সম্পাদক হামিদা তাহের, সদর উপজেলা আ’লীগ নেতা কুদরত উল্লাহ এম.ইউ.পি, আ’লীগ নেতা মিজানুর রহমান ইকরা, জেলা শ্রমিক লীগ নেতা শফিকুর রহমান কালু, গিয়াস উদ্দিন ঠিকাদার, নাসির উদ্দিন, সাইফুল কবির সাইকী, শাহীন আহমেদ, অপু ধর, নুরুল আলম, কফিল উদ্দিন জুয়েল, নজরুল ইসলাম, ওসমান গণি, মো: আব্দুল্লাহ সাদ্দাম হোসেন, নেজাম উদ্দিন শাওন, নুরুল আলম, ইউনুছ, ছাএলীগ নেতা সাখাওয়াত হোসেন সহ বিভিন্ন উপজেলা, পৌরসভা, বিভাগীয় ইউনিটের সভাপতি/সম্পাদক বক্তব্য রাখেন। সভা পরবর্তী বিপুল সংখ্যক মানুষ গণভোজে অংশগ্রহন করেন।