কমরুদ্দিন মুকুল, উখিয়া ॥
উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন। বর্তমান চেয়ারম্যান এম.গফুর উদ্দিন চৌধুরী পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরব অবস্থানকালীন সময়ে পালংখালী ইউনিয়নের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে ৩নং ওয়ার্ডে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ মোজাফ্ফর আহমদ সওদাগরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে বলে ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে। মোজাফ্ফর আহমদ সওদাগর ১৯৭২ ইং হতে আ’লীগের রাজনীতির সক্রিয় ভাবে জড়িত। বর্তমানে তিনি উখিয়া উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন ও পালংখালী ইউনিয়নের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান থাইংখালী উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় থাইংখালী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সকল সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা অভিনন্দন জানিয়েছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।