হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৭ চুড়ান্ত বাছাইয়ে কক্সবাজার জেলা পর্যায়ে ‘শ্রেষ্ট কাব-স্কাউটস শিক্ষক’ নির্বাচিত হয়েছেন টেকনাফের হ্নীলা পানখালী সরকারী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক মাহমদুর রহমান। ২০ আগস্ট রবিবার টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে এতথ্য জানা গেছে।
উল্লেখ্য, গত ৩১ জুলাই উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৭ বাছাই কমিটি’র সভাপতি ও টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ হোসেন ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্টিত হয়েছিল। সহকারী কমিশণার (ভুমি) প্রণয় চাকমা, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ রফিক উদ্দিন, কমিটির সদস্য সচিব উপজেলা শিক্ষা অফিসার মোঃ এমদাদ হোসেন চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার আশীষ বোস, ইউআরসির ইন্সট্রাক্টর মোঃ ইলিয়াছ, মহিলা বিষয়ক অফিসার মোঃ আলমগীর কবির, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফেরদাউস হোসেনসহ কমিটির সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
কমিটির সদস্য সচিব উপজেলা শিক্ষা অফিসার মোঃ এমদাদ হোসেন চৌধুরী জানান এবারে উপজেলা পর্যায়ে টেকনাফ মডেল সরকারী প্রাইমারী স্কুল শ্রেষ্ট এসএমসি, কচুবনিয়া সরকারী প্রাইমারী স্কুলের সভাপতি আলহাজ্ব জহির হোসেন এমএ শ্রেষ্ট বিদ্যোৎসাহী, শামলাপুর সরকারী প্রাইমারী স্কুল শ্রেষ্ট বিদ্যালয়, টেকনাফ মডেল সরকারী প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষক মোঃ আলী আকবর সাজ্জাদ শ্রেষ্ট শিক্ষক, হোয়াইক্যং সরকারী প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষিকা শাহিদা আক্তার শ্রেষ্ট শিক্ষিকা, হ্নীলা পানখালী সরকারী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক মাহমদুর রহমান শ্রেষ্ট কাব-স্কাউটস শিক্ষক এবং পানখালী সরকারী প্রাইমারী স্কুলের ৫ম শ্রেনীর ছাত্র মোঃ আনোয়ার শ্রেষ্ট কাব শিশু নির্বাচিত হয়েছিলেন।
জেলা পর্যায়ে সেরা হলেন হ্নীলা পানখালী স্কুলের প্রধান শিক্ষক মাহমদুর
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।