সিবিএন:
মিয়ানমারের আরকান রাজ্যে সিটওয়ে (আকিয়াব) বাংলাদেশ কনস্যুলেট অফিসের কর্মকর্তা মো. হোসাইনের (৪৫) মরদেহ ফেরত আনা হয়েছে।

শনিবার রাত ৯টায় টেকনাফ সীমান্তের নাফ নদী পার করে তার মরদেহ বাংলাদেশে আনা হয়।

বিজিবি-২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে:কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, মরদেহ টেকনাফ সীমান্ত দিয়ে ফেরত এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো জানান, শনিবার (১৯ আগস্ট) ভোর ৪টায় দিকে হার্ট অ্যাটাকে তিনি মারা যান। এর পর মিয়ানমারের কর্তৃপক্ষ বাংলাদেশের কাছে তার মৃত্যু খবর জানালে টেকনাফস্থ বিজিবি-২ ব্যাটালিয়নের সদর বিওপির সুবেদার মো. ইব্রাহিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মিয়ানমারের মংডু শহরে গেলে মো: হোসাইনের মরদেহ হস্তান্তর করে কর্তৃপক্ষ। হোসাইনের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে জানাজা শেষে তার দাফন করা হবে।

মো. হোসাইন মিয়ানমারের আকিয়াব শহরের বাংলাদেশ দূতাবাসের সাব অফিসে কর্মরত ছিলেন। এক সন্তানের জনক হোসাইন প্রায় দেড় বছর ধরে সেখানে কর্মরত ছিলেন।