প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া মধ্যকার টেস্ট সিরিজের ১ম ম্যাচে কক্সবাজারের কৃতি সন্তান ক্রিকেট বিশ্বের বিস্ময় মুমিনুল হক সৌরভকে অন্তর্ভুক্ত করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার জেলা শাখা।
জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোরশেদ হোসাইন তানিম পত্রিকায় পাঠানো বিজ্ঞপ্তিতে বলেন- মুমিনুল হক সৌরভ কক্সবাজার নয় শুধু সারাদেশের গৌরব। টেস্টে মুমিনুল হক হকের গড়ে রান রেট সবচেয়ে বেশি। অদৃশ্য কারণে তাঁকে টেস্ট দল থেকে বাদ দেওয়া হলেও পুনরায় অন্তর্ভুক্ত করার বিষয়টিকে সাধুবাদ জানিয়েছে ক্রিকেট বিশ্ব। কক্সবাজার রত্ন মুমিনুল হক একজন সম্ভাবনাময় ক্রিকেটার। সে একদিন টেস্টে ও অন্যান্য ক্রিকেটে বিশ্ব জয় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ছাত্রলীগ। কক্সবাজার জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মইন উদ্দীন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই অভিনন্দন বার্তা পাঠানো হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।