শাহীনশাহ, টেকনাফ:
টেকনাফ উপজেলা আওতাধীন হ্নীলা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে।
শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে সকালে খতমে কোরআন, মিলাদ মাহফিল, কালোব্যাজ ধারণ, আলোচনা সভা ও কাঙ্গালীভোজের আয়োজন করা হয়।
১৯ আগস্ট সকাল সাড়ে ১০ টায় হ্নীলা বাজার চত্বরে আহ্বায়ক মাহবুবুর রহমান মাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল বশর, জেলা আওয়ামীলীগের সদস্য রশিদ আহমদ, হ্নীলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এইচকে আনোয়ার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ, উপজেলা সদস্য কায়সার উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম চেয়ারম্যান। বিশেষ বক্তা ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, পৌর যুবলীগের আহ্বায়ক তোয়াক্কুল হোসেন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ফজলুল কবির, সাংগঠনিক সম্পাদক জামাল সরওয়ার।
হ্নীলা ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক বশির আহমদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগ নেতা ফরিদুল আলম জুয়েল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আবু, প্রচার ও প্রকাশন সম্পাদক জাহাঙ্গীর আলম, হ্নীলা ইউনিয়নের যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ, হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের নুরুল আমিন ফাহিম প্রমূখ। বক্তারা বলেন, বঙ্গবন্ধু শুধুমাত্র চোখের আড়াল হয়েছে। তাঁর নীতি আদর্শ বাঙ্গালিরা বিশেষ করে মুজিব সারথীরা ভুলে নাই, ভুলবেও না। এ নীতি আদর্শ ধারণ করে তাঁর স্বপ্ন বাস্তবায়নে সবাই সংকল্পবদ্ধ। এর ধারাবাহিকতায় এই অমর নেতার স্বপ্ন দেখা সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই ঐক্যবদ্ধতায় হবে নৌকা জয়ের হ্যাট্টিক।
এতে উপস্থিত ছিলেন হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক এনামুল হক, উপজেলা যুবলীগের সহ সম্পাদক নুরুল আলম নুরু, সদস্য রেজাউল করিম, মোঃ সরওয়ার কামাল, উপজেলা ছাত্ররলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না, হ্নীলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মমতাজুল ইসলাম কালাম, যুগ্ন আহ্বায়ক যথাক্রমে শাকের আহমদ, মুফিজুর রহমান, জাফর আলম গুরা, আনোয়ার হোসেন, সৈয়দ হোসেন,আলী নেওয়াজ, সদর যুবলীগের আহ্বায়ক মোঃ ইয়াকুব, যুগ্ন আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ, হেয়াইক্যং ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক হেলাল উদ্দিন আসিফ, মোঃ ইসমাইল সহ আওয়ামীলীগ, হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল করিম যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে হাজার হাজার মানুষ মানুষ কাঙ্গালীভোজে অংশ নেন।