ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজারে শহরে অবৈধ টমটম (ইজি বাইক) তৈরীর ৬টি কারখানা সিলগালা করেছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। জব্ধ করা হয় টমটম তৈরীর বিভিন্ন প্রকার সরঞ্জাম।
রবিবার (২০ আগস্ট) বিকালে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানকালে সিলগালা করা কারখানাগুলো হল- আল্লাহর দান মটরস, সেতু মটরস, কক্সবাজার মটরস, সমতা মটরস, শক্তি মটরস ও নাঈম মটরস।
এর পরে শহরের সড়কে চলাচলরত ৭১টি লাইসেন্সবিহীন টমটম জব্ধ করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম (জয়) ও জুয়েল আহমেদ এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এ সময় বিআরটিএ কক্সবাজারের সহকারী পরিচালক মো: জামাল উদ্দিন, মটরযান পরিদর্শক আরিফুল ইসলামসহ আনসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে নেতৃত্বদানকারী কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম (জয়) জানান, যানজটে পরিণত হয়েছে পর্যটন শহর কক্সবাজার। সকাল থেকে রাত ১০টা পর্যন্ত প্রধান ও হোটেল-মোটেল সড়ক যানজটের কারণে কাহিল থাকে ব্যবসায়ী, পর্যটকসহ স্থানীয়রা। তাই জেলা প্রশাসনের সিদ্ধান্তে রোববার অভিযান চালানো হয়।
তিনি জানান, অভিযানকালে অবৈধ ৭১টি টমটম জব্দ করা হয়। পাশাপাশি এসব অবৈধ টমটম কিস্তিতে সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত হওয়া ৬টি টমটম বাজারজাতকারী প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।