প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মহেশখালী উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। পুলিশী বাধার কারণে পূর্বনির্ধারিত স্থান ঠাকুরতলা গ্রীন প্যালেস অনুষ্ঠিত না হতে পারলেও হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিলে মিছিলে উপজেলা সদর সয়লাব হয়ে যায়। পূর্ব নির্ধারিত যুবদলের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হওয়ার আগে শুক্রবার রাত ১১টায় পুলিশ গ্রীন প্যালেসে তালা ঝুলিয়ে দেয় এবং সম্মেলন না করতে নিষেধ করে। পুলিশী বাধা সত্ত্বেও যুবদলের পূর্বনির্ধারিত সম্মেলন ও কাউন্সিল স¤পন্ন করতে প্রস্তুতি নেয় যুবদলের নেতারা। তারই প্রেক্ষিতে শনিবার সকাল ১০টা থেকে উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে বিশাল মিছিল সহকারে নেতকার্মীরা আসতে থাকে। অন্যদিকে যুবদলের জেলা পর্যায়ের অতিথি নেতারাও ঠিক সময়ে উপস্থিত হন। নেতাকর্মীরা জেলা নেতাদের সাথে নিয়ে গ্রীন প্যালেসে গিয়ে তালাবদ্ধ থাকায় সেখানে সম্মেলন ও কাউন্সিল করা যায়নি।
উদ্ভুত পরিস্থিতিতে জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহামদ উজ্জ্বল নেতাকর্মীদের শান্তিপূর্ণ অবস্থানের নির্দেশ দেন। নিদের্শ পেয়ে গ্রীন প্যালেস চত্বরে সমবেত হতে থাকে হাজার হাজার নেতাকর্মী। বিক্ষুব্ধ নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সৈয়দ আহামদ উজ্জ্বল।
তিনি ঘোষনা, যতই বাধা আসুক সম্মেলন করা হবে। পরে সেখান থেকে মিছিল সহকারে নেতাকর্মীদের নিয়ে এসে উপজেলা বিএনপির কার্যালয়ে সম্মেলনের কার্যক্রম শুরু করেন। উপজেলা যুবদলের সভাপতি মকছুদ আহামদ নীরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা কামালের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সম্মেলন ও কাউন্সিল উদ্বোধন ঘোষনা করেন সৈয়দ আহামদ উজ্জল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি এড. নুরুল আলম।   প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কাউন্সিলর জিসান উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আকতার কামাল চৌধুরী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় যুবদলের সদস্য এম. মোক্তার আহামদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু তাহের সিকদার, সহ-সভাপতি এখলাসুর রহমান, মো. শফি মেম্বার, রেজাউল করিম মেম্বার, যুগ্ম সম্পাদক আমিনুল হক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আতাউল্লাহ বোখারী।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমির আলী, দপ্তর সম্পাদক নূরুল আমিন, কক্সবাজার শহর যুবদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি ইব্রাহিম খলিল কাঁকন, পৌর যুবদলের সভাপতি মাহমুুদুল করিম, জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক মো. ইসমাঈল, সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজি। উপস্থিত ছিলেন, বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।