প্রেস বিজ্ঞপ্তি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় শোক দিবস নিয়ে কটুক্তিকারী কক্সবাজার সরকারি কলেজের অনার্স রাষ্ট্র বিজ্ঞান ১ম বর্ষের ৫ ছাত্র-ছাত্রীদের এক বছরের জন্য বহিষ্কার করায় কলেজ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগ।গত ১৪ আগষ্ট কক্সবাজার সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান ১ম বর্ষের তানজিনা আক্তার, শামীম রানা, সৈয়দ আলম, আরফাত জান্নাত, ফারহানা তাসনিম ভয়েস অফ পলিটিকাল সাইন্স নামক গ্রুপে জাতির জনক কে নিয়ে বাজে মন্তব্য ও কটুক্তি করে। এই গ্রুপে থাকা অন্যান্য ছাত্র-ছাত্রীরা তাদের নিষেধ করলেও তারা আরো বেশি কটুক্তি করে। যার ফলে কলেজ ছাত্রলীগের সভাপতি জাকের হোসেন ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন এসব কটুক্তির তথ্য সংগ্রহ করে কলেজ প্রশাসন ও জেলা ছাত্রলীগকে অবহিত করেন। কলেজ ছাত্রলীগের অভিযোগের পরিপেক্ষিতে কলেজ প্রশাসন অভিযুক্ত ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। কলেজ ছাত্রলীগের সভাপতি জাকের হোসেন বলেন, কলেজ প্রশাসনের প্রতি আমরা কৃতজ্ঞ ও সাধুবাদ জানাচ্ছি। এই ঘটনার পর যাতে ভবিষ্যতে কেউ জাতির জনক কে নিয়ে কটুক্তি করতে সাহস না পায়। এ ব্যাপারে কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন জানান, কক্সবাজার সরকারি কলেজের ইতিহাসে এই প্রথম জাতির জনক কে কটুক্তিকারীদের বহিষ্কার করা হল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কটুক্তিকারীদের কোনভাবেই ছাড় নয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।