মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :

ঈদগাঁও ফরিদ আহমদ বিশ^বিদ্যালয় কলেজের শিক্ষক পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচিতরা আগামী এক বছর গভর্নিং বড়িতে শিক্ষক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। এতে একজন মহিলা শিক্ষক ও ২ জন পুরুষ শিক্ষককে নির্বাচিত করা হয়। মহিলা শিক্ষক প্রতিনিধি পদে বাংলা বিভাগের অধ্যাপক জেবুন্নেছা সায়েরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। পুরুষ শিক্ষক প্রতিনিধি পদে জীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মির্জা ছৈয়দুল আজিম (১৫ ভোট) এবং ক্রীড়া শিক্ষক আবদুল হামিদ খান (১৭ ভোট) পেয়ে নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক গোলাম মোস্তফা। ১৯ আগষ্ট কার্য দিবসে অনুষ্ঠিত শিক্ষক প্রতিনিধির এ নির্বাচনে ৩০ জন শিক্ষকের মধ্যে ২৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এদিকে নবনির্বাচিত শিক্ষক প্রতিনিধিদের অভিনন্দন জানিয়েছেন কলেজ গর্ভর্নিং বড়ি সভাপতি আবু তালেব, অভিভাবক সদস্য যথাক্রমে মাষ্টার মোখতার আহমদ, সাবেক মেম্বার মো. জকরিয়া ও সাংবাদিক মো. রেজাউল করিম। গর্ভর্নিং বড়ির সদস্যরা আশা প্রকাশ করেন নির্বাচিত এ সুযোগ্য শিক্ষক প্রতিনিধিরা গর্ভর্নিং বড়ি থেকে সাধারণ শিক্ষক সমাজের যুক্তিসংগত যে কোন দাবী আদায় করতে সক্ষম হবেন।