আজ রিফাত তোকে বেদনাশ্রু আর ফুলেল শুভেচ্ছায় শেষবারের মত বিদায় দিলাম। যাবি যদি এতো শ্রদ্ধা, ভালবাসা দিলি কেন, তুই আমার আদরের ভাই। এখনো নিজেকে বিশ্বাস করাতে পারছিনা, তুই এভাবে চলে যাবি। তোকে কোনদিন জয় বাংলার স্লোগান নিয়ে রাজপথে দেখতে পাবো না। তুই স্বার্থপরের মত সবাইকে কাঁদিয়ে চলে গেলি, তোর কাছ থেকে ক্ষমা পর্যন্ত চাইতে পারিনি। পারলে ক্ষমা করে দিস। ওপারে তুই ভাল থাকিস, ঠিক একদিন তোর মত আমিও ওপারে চলে যাবো। সেখানে তোর সাথে দেখা হবে। তখন আমি তোর কাছে ক্ষমা চাইবো।
যারা ভাল মানুষকে নিয়ে ধ্বংসের রাজনীতি করে, যারা মানুষের মৃত্যুকে পুঁজি করে রাজনীতি করে, তারা আজ তোর কাছে পরাজিত, ঘৃন্য। তুই এখন স্বাধীন, তুই ভালভাবে ওপারে থাকবি, তোকে আর কেউ মারতে পারবে না, হুমকি দিতেও পারবেনা, তোকে মানসিক চাপে রাখতে পারবেনা, তুই এখন মুক্ত আকাশে ডানা মেলে উড়বি, তোর আর কোন চিন্তা নেই। ধ্বংসাত্মক রাজনীতি থেকে আজ তুই মুক্ত। তোর জন্য আজ কাঁদছে হাজার হাজার নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ, তোকে বিদায় জানাতে হাজার হাজার লোক সমবেত, তোকে আনতে গিয়েছে বিশাল বহর নিয়ে হাজার নেতাকর্মী। তুঁইই সফল। তুই আজ সবাইকে শিক্ষা দিয়ে চলে গেলি পরপারে। ভাল থাকিস।

 

সাংবাদিক খালেদ হোসেন টাপুর ফেসবুক স্ট্যাটাস থেকে নেয়া।