প্রেস বিজ্ঞপ্তি:
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কক্সবাজার পৌর আওয়ামী লীগের দুই দিনব্যাপী কর্মসূচী শনিবাার শেষ হয়েছে। বিকেল ৪টায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মীর সমন্বয়ে বুকে ব্যাজ ধারণ করে শতাধীক কালো পতাকা হাতে নিয়ে এক বিশাল শোক র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ দৌলত ময়দানে শেষ হয়। শোক র্যালী পরিবর্তি আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ সিরাজুল মোস্তফা। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান। পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর’র সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ রণজিত দাশ। বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, নাজমুল হোসাইন, ডাঃ পরিমল দাশ, সেলিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক রফিক মাহমুদ, শাহনেওয়াজ চৌধুরী, নুরুল ইসলাম দানু, রিদুওয়ান আলী ও পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এ বি ছিদ্দিক খোকন। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন সত্য প্রিয় চৌধুরী দোলন, জহিরুল কাদের ভুট্টু, বেল্টু দাশ, হাবিব উল্লাহ, তাজউদ্দিন, দেলোয়ার হোসেন জানু, রাজিব দাশ, জাফর আলম, খোরশেদ আলম রুবেল, জামসেদ আলম জনি, মোঃ সরওয়ার, মোঃজকরিয়া, মোরশেদ আলম ও আমির উদ্দিন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।