এম.এ আজিজ রাসেল:

সদর মডেল থানার অভিযানে ঢাকায় চুরি হওয়া মূল্যবান একটি ল্যাপটপ ঈদগাঁও ষ্টেশন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। ১৯ আগষ্ট শনিবার সকালে এসআই আবুল কালামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

সদর থানার ওসি রনজিত কুমার বড়–য়া জানান, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মো: জাহাঙ্গীর আলম চৌধুরীর ছেলে ঢাকা নর্থসাউথ বিশ^বিদ্যালয়ে অধ্যয়নরত নছিরুল আলম ফাহিমের এ্যাপল ম্যাক বুক প্রো-২০১২ মডেলের ল্যাপটপটি গত ১৩ আগষ্ট বসুন্ধরা আবাসিক এলাকার বি ব্লকের ১৩ রোডের বাসা থেকে তার বাবুর্চি চুরি করে পালিয়ে যায়। এ ব্যাপারে ঢাকা ভাটারা থানায় একটি সাধারণ ডায়রি করেন ফাহিম। সাধারণ ডায়রি পেয়ে ট্রেকিংয়ের মাধ্যমে ওই বাবুর্চি কক্সবাজারে অবস্থান করছে বলে শনাক্ত করা হয়। বিষয়টি আমাকে অবহিত করলে তড়িৎ ব্যবস্থা নেয়া হয়। ট্রেকিংয়ের সুত্র ধরে ওই বাবুর্চিকে ল্যাপটপসহ শনিবার সকালে আটক করা হয়। পরে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের কাছে হোটেল মোটেল গেষ্ট মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ¦ শফিকুর রহমান কোম্পানীর উপস্থিতিতে তার ছেলের ল্যাপটপ হস্তান্তর করা হয়। এদিকে ছেলের চুরি হওয়া ল্যাপটপ দ্রুত উদ্ধার করে দেয়ায় সদর থানার কার্যক্রম ও ওসি রনজিত কুমার বড়–য়ার প্রতি সন্তোষ প্রকাশ করেন ব্যবসায়ী মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।