আবুল আলী, টেকনাফ:
নাফ নদী অতিক্রম করে অবৈধভাবে টেকনাফে প্রবেশের চেষ্টাকালে নরিী-শিশুসহ ৩১ রোহিঙ্গাকে আটকের পর মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ কোস্টগাডের সদস্যরা। একটি ছোট নৌকা করে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়েছে।
শনিবার ভোরে শাহপরীর দ্বীপের গুলারচর এলাকা দিয়ে তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ওই পয়েন্ট দিয়ে বাংলাদেশে ঢোকার সময় তাদের আটক করা হয়েছিল।
কোস্টগাডের চট্টগ্রাম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, শুক্রবার রাতে কোস্টগার্ডের নিয়মিত টহলকালে নাফনদীর গুলারচর এলাকা থেকে মিয়ানমারের নাগরিক বোঝাই একটি নৌকা আটক করা হয়। নৌকাতে ৪ শিশু ও ৯ নারীসহ মিয়ানমারের ৩১ জন নাগরিক ছিল।
তিনি আরো জানান, আটক রোহিঙ্গা নাগরিকদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। রোহিঙ্গাা অনুপ্রবেশ ঠেকাতে রাত-দিন নাফনদীতে টহল দেয়া হচ্ছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।