পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা আহসান উল্লাহ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা আতিকউল্লাহকে অপহরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবকদল। গতকাল পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহাসান উল্লাহ খোকনের স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ উদ্বেগ প্রকাশ করে। বিবৃতিতে আরো স্বাক্ষর করেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক নুুরুল আবসার, মোহাম্ম নেজাম উদ্দিন, কায়মুল হাসান খোকা, ওয়াহেদুল ইসলাম প্রমূখ। বিবৃতিতে তারা বলেন, পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেকদলের আহবায়ক আহসান উল্লাহ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা আতিক উল্লাহকে গত ১০ আগষ্ট চট্টগ্রাম যাওয়ার পথে মইজ্জারটেক এলাকা থেকে আইন-শৃংখলা বাহিনীর লোকজন পরিচয় দিয়ে একদল সন্ত্রাসী অপহরণ করে পটিয়ার একটি পাহাড়ী এলাকায় নিয়ে যায়। পরে দীর্ঘ ৬ ঘন্টা তার উপর শারিরীক নির্যাতন করে তার সর্বস্ব কেড়ে নিয়ে পুলিশের তৎপরতা ঠের পেয়ে তাকে ছেড়ে দেয়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, দেশে আইনের শাসন নেই বলেই দিনদুপুরে রাজপথ থেকে সিএনজি সহ তিনজন মানুষকে অপহরণ করে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। তারা দাবি করেন, স্বেচ্ছাসেবকদলের জনপ্রিয় নেতা আহসান উল্লাহ ও আতিক উল্লাহকে গুম করার উদ্দেশ্যে অপহরণ করা হয়। স্বেচ্ছাসেবকদল নেতারা এঘটনার সুষ্ঠু তদন্ত করে সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ###