পেপার নিবেন? পেপার? শব্দ করে কাছে আসল এক পেপার বিক্রেতা।
ছোট্ট শিশু নাম তার রিয়া।
চট্টগ্রামের ষোলশহর এলাকার কোন এক কলোনীতে রিয়ার বসবাস। গরীব পরিবারে তার জন্ম। দৈনন্দিন পত্রিকা বিক্রি করে টাকা আয় করে রিয়া। আজ বিকাল চট্টগ্রামের ২নং গেইটস্থ বিপ্লবী উদ্যানে আমি বন্ধুদের নিয়ে গল্প করছিলাম, এমন সময় একটি মেয়ে এসে আমাকে বলেঃ
ভাই পেপার নিবেন?
:>হ্যাঁ।
কি কি পেপার আছে?
:>দৈনিক ভোরের পাতা আরও…..
বন্ধু একজন মেয়েটিকে বলল :
এই দিকে আস:
ছবি তুলতে বললাম, সে খুব খুশি।
নাম জিজ্ঞেস করলাম রিয়া।
সে আমাকে বলল পত্রিকা ৩টি আছে নিবেন না। আমি বললাম মনে কর, পত্রিকা যদি বিক্রি করতে না পার কি করবে? রিয়া বললঃ কেন? ফেরত দিয়ে দিব।
তখন তাকে কিছু….. টাকা দিলাম সে খুব খুশি। আমাকে পত্রিকা দিতে চাইলে আমি বললাম, তুমি পেপার নিয়ে যাও। টাকা দিয়ে কিছু খেইও। সে আমার পাশে বসল,
কতটাকা আজ আয় হয়েছে?
হাতে ২৩০টাকা মত ছিল।
সে আমাদের সাথে খুব দুষ্টুমি করল। বন্ধুরা আমাকে নিয়ে ছবি তুলতে চাইলে সে চলে আসে আমাদের পাশে। আসলে অসহায়ত্বের কবলে অনেক মানুষ আছে, আমাদের আশপাশে।
খবর নিয়ে দেখুন। পাশে থাকুন।
বাড়িয়ে দিন মানবতার হাত।
-চকরিয়ার সাংবাদিক সাঈদী আকবর ফয়সালের ফেসবুক টাইম লাইন থেকে নেয়া।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।