সিবিএন:
অপরিচ্ছন্নভাবে খাদ্যদ্রব্য তৈরী ও পরিবেশনের অভিযোগে শহরের কলাতলী হোটেল মোটেল জোন এর ৪টি খাবার হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের মোবাইলকোর্ট।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সার্টিফিকেট অফিসার মো.সাইফুল ইসলাম (জয়) এর নেতৃত্বে শুক্রবার সন্ধ্যায় এ অভিযান চালানো হয়।
জরিমানাকৃত হোটেলগুলো হচ্ছে- ঢাকার আয়োজন, জমজম রেস্তঁরা, আল বোগদাদিয়া এবং ক্যাফে ঢাকা রেস্তঁরা এন্ড বিরিয়ানি হাউজ।
একই সাথে তাদের খাবার পরিবেশনে আরো পরিচ্ছন্ন হতে সতর্ক করা হয়।
এ সময় জেলা সেনিটারী ইন্সপেক্টর তরুণ বড়ুয়া, জেলা প্রশাসনের পেশকার মো জসিমসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।