প্রেস বিজ্ঞপ্তি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিুবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কক্সবাজার পৌর আওয়ামী লীগ কর্তৃক ২ দিন ব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিনে চিত্রাংকন রচনা প্রতিযোগীতা ও কবিতা পাঠের আসর পরবর্তী পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলামের সভাপতিত্বে ও এ বি ছিদ্দিক খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রথম দিনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ সিরাজুল মোস্তফা।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান। নেতৃবৃন্দ বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর আত্মদানের কথা স্মরণ করে জাতির জনকের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যেতে হবে। এতে বক্তব্য রাখেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, কবি আছিফ নুর, বদরুল হাসান মিল্কি, নাজমুল হোছাইন নাজিম, সাইফুল ইসলাম চৌধুরী, রফিক মাহমুদ, এডঃ প্রতিভা দাশ, সত্য প্রিয় চৌধুরী দোলন, রিদুওয়ান আলী, শুভদত্ত বড়–য়া, জাফর আলম, ওয়াহিদ মুরাদ সুমন, আহমদ উল্লাহ, মিন্টু দাশ, হাবিব উল্লাহ, তাজউদ্দিন তাজ ও জাফর আলম।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।