আজকের প্রজন্মকে বঙ্গবন্ধুর আর্দশ ধারণ করে এগিয়ে যেতে হবে

সোয়েব সাঈদ, রামু :

রামু কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষির্কী, জাতীয় শোক দিবস উপলক্ষে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭আগস্ট) সকালে রামু কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য ও রামু কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু কেবল বাঙ্গালী জাতির নয়, তিনি ছিলেন বিশ^ নেতা। বঙ্গবন্ধুর জন্যেই বাংলাদেশ বিশে^র মাঝে পরিচিতি পেয়েছে। জাতির পিতা দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। আজকের প্রজন্মকে তাঁর আর্দশ ধারণ করে আগামী দিনের অগ্রযাত্রায় এগিয়ে যেতে হবে। তিনি বেঁচে থাকলে বাংলাদেশ আজ বিশে^র উন্নয়নশীল দেশের একটিতে পরিনত হতো। আজ তিনি না থাকলেও তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপ দিয়ে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক রামু কলেজকে সরকারি করণ করার কথা উল্লেখ করে এমপি কমল রামুকে শিক্ষার নগরী হিসেবে গড়ে তোলতে সকলের সকযোগীতা কামনা করেন।

রামু কলেজের অধ্যক্ষ আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামু কলেজ গভর্নিং বডির সদস্য, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাফর আলম চৌধুরী, তরুন বড়–য়া, আবু তাহের। কলেজের অধ্যাপক মনির আহমদের পবিত্র কোরআন তেলোয়াত ও অধ্যাপক মোহাম্মদ হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় অধ্যাপক আবু তাহের, অধ্যাপক নুরুল ইসলাম সুজন প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভার আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আতœার মাফফেরাত কামনা করে খতমে কোরআন, দোয়া মাহফিল ও ১ মিনিট নিরবতা পালন করা হয়।