প্রেস বিজ্ঞপ্তি :
পেকুয়া সদর ইউনিয়ন বিএনপি পশ্চীম জোন শাখার সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারস্থ সমবায় কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পেকুয়া সদর পশ্চীম জোন বিএনপির সভাপতি এম শাহনেওয়াজ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি মোসলেম উদ্দিন চেয়ারম্যান, পেকুয়া উপজেলা শ্রমিকদলের সভাপতি মুজিবুল হক চৌধুরী, পেকুয়া উপজেলা মহিলাদলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন ঝিনু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কামরান জাদিদ মুকুট, যুবদলের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন। এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, প্রবীণ বিএনপি নেতা মনজুর আলম, পশ্চীম জোন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মোনাফ, শ্রমিকদলের সহ-সভাপতি ওসমান গণি, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, মৎস্যজীবি দল নেতা হারুনুর রশিদ, বিএনপি নেতা মাহমুদুল করিম ফারুকি, স্বেচ্ছাসেবকদল নেতা সালাহউদ্দিন, বিএনপি নেতা হাসমত আলী, নুরুল হোছাইন মাঝি, নুরুল কবির মাঝি, যুবনেতা ইমু প্রমূখ।
পেকুয়া সদর ইউনিয়ন পশ্চিম জোনে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।