ইমরান হোসাইন, পেকুয়া
পেকুয়া উপজেলার শীলখালী ইউনিয়নের স্কুল স্টেশন এলাকা থেকে বিপুল পরিমাণ চোরাইমাল উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭আগস্ট) দুপুরে উক্ত এলাকার সাহাব উদ্দিন মেম্বারের
দোকানের পার্শ্ববর্তী গোডাউন থেকে পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ এসব চোরাইমাল উদ্ধার করে।
উদ্ধারকৃত চোরাইমাল গুলো হলো- ৮০বস্তা (প্রতি বস্তা ৫০ কেজি) নারিশ সোনালী কক স্টাটার ফিড, ৬৮ বস্তা (প্রতি বস্তা ৫০ কেজি) ব্রয়লার ফ্রি স্টাটার ফিড ও ১৬৭ বস্তা (প্রতি বস্তা ২৫ কেজি) তেলাপিয়া ফিস ফিড।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, গত ১০ তারিখ কুমিল্লা বহুমুখী ফার্ম ট্রান্সপোর্ট এজেন্সির ট্রাক যোগে ফিড গুলো কুমিল্লার ভালুকা থেকে চান্দিনা পাঠানো হচ্ছিল। কিন্তু পথিমধ্যে তা গাড়ি সহ নিরুদ্দেশ হয়ে যায়। তবে ওইসব চোরাইমাল পেকুয়া আছে সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এতে চোরাইমাল গুলো উদ্ধার করা গেলেও এ ঘটনায় জড়িত কাউকে এখনো আটক সম্ভব হয়নি। তবে জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
পেকুয়ায় বিপুল পরিমাণ চোরাইমাল উদ্ধার
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।