ডেস্ক নিউজ:
রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ পাঁচ জনকে পিটিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জাতীয় জাদুঘরের সামনে বন্যার্তদের জন্য ত্রাণ কার্যক্রম জোরদারের দাবিতে নাগরিক সমাজের আয়োজনে এক মানববন্ধনে অংশ নেন ইমরান এইচ সরকারসহ গণজাগরণ মঞ্চের কর্মীরা। মানববন্ধনের শেষ দিকে হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমনের নেতৃত্বে ছাত্রলীগের একদল নেতাকর্মী তাদের ওপর হামলা চালায়। এসময় তারা পাথর, হকিস্টিক ও লাঠিসোটা ব্যবহার করে।
এ প্রসঙ্গে ইমরান এইচ সরকার জাগো নিউজকে বলেন, ‘কতিপয় দুষ্কৃতকারী হঠাৎ আমাদের ওপর হামলা চালায়। এসময় তারা বলে, কিসের বন্যা? দেশে কোনো বন্যা নেই। এই বলে পাথর ও লাঠিসোটা নিয়ে হামলা শুরু করে। এতে আমিসহ আমাদের পাঁচ কর্মী আহত হই।’
ইমরান জানান, ‘আমরা এ ঘটনায় আইনি প্রক্রিয়ায় যাব। আমরা মামলা করব। বর্তমানে শাহবাগ থানায় আছি।’
তবে ঘটনার বিষয়ে জিয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমন জাগো নিউজকে বলেন, ‘ঘটনাস্থলে আমি ছিলাম না। আমি সিনেটে প্রোগ্রামে ছিলাম। তবে যেহেতু ইমরান এইচ সরকার দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেছে সেহেতু সাধারণ শিক্ষার্থীরা এমন করতে পারে।’
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জাগো নিউজকে বলেন, ‘ইমরান এইচ সরকারসহ তাদের কয়েকজন কর্মী থানায় এসেছেন। তারা তাদের ওপর হামলার অভিযোগ করেছেন। আমরা তাদের থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি। লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা কাজ করব।’
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।