সংবাদদাতা:
কক্সবাজার শহরের সমিতিপাড়া থেকে ডাকাতি মামলার দুই সন্ধিগ্ধ আসামী গ্রেফতার করেছে র‌্যাব।
বুধবার (১৬ আগষ্ট) দিবাগত রাত ১১টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হচ্ছেন- ওই এলাকার শহিদুর রহমানের ছেলে রেজাউল করিম (১৮) এবং মৃত শামসুল আলমের ছেলে ফয়েজ আলম (২৭)।
পরে তাদেরকে রামু থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র‌্যাব-৭ এর কোম্পানী কমান্ডার মোঃ রুহুল আমিন।
গ্রেফতার দুইজনই রামু থানার ডাকাতি মামলা নং ৩৫ এর সন্ধিগ্ধ আসামী। গোপন সংবাদে তাদের অবস্থান নিশ্চিত হয়ে গ্রেফতার করা হয়।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লিয়াকত আলী আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।