বার্তা পরিবেশক:
বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রামু উপজেলার খুনিয়াপালং নাগরিক কমিটির উদ্যোগে দারিয়ারদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা ও পবিত্র কোরআন শরিফ বিতরণ অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মাষ্টার জাফর আলম চৌধুরীর সভাপতিত্বে শোকসভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কবি আদিল উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মাবুদ। অনুষ্ঠানের সঞ্চালক ও সার্বিক তত্ত্বাবধায়ক ছিলেন মুক্তিযোদ্ধার সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি সাবেক ছাত্রনেতা বিশিষ্ট শিক্ষাবিদ শফিউল আলম চৌধুরী সোহাগ। আরো বক্তব্য রাখেন, আরিফুর রহমান, খুনিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মোর্শেদ, ছাত্রনেতা জিয়া উদ্দিন, আজিজ, জয়নাল প্রমুখ। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা মাষ্টার জাফর আলম চৌধুরীর নিজস্ব তহবিল থেকে এলাকার গরীব মেধাবি হবু হাফেজ ছাত্রদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়। পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে নিহতদের মাগফেরাত কামনায় উপস্থিত লোকজনের মাঝে শোক দিবস আয়োজক কমিটি খাবার পরিবেশন করে দোয়া করা হয়। •
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।