বিশেষ প্রতিবেদক :

উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান উল্লাহর বিরুদ্ধে পৌনে কোটি টাকা দুর্নীতির মামলাটি ৩০ আগস্ট পুনঃ শুনানির দিন ধায্য করেছেন বিচারক।

দুর্নীতি দমন কমিশনের কক্সবাজারস্থ পিপি মোঃ সিরাজ উল্লাহ জানান, আদালতের পূর্বনির্ধারিত ১৬ আগস্ট শুনানির কথা থাকলেও বিচারক শারীরিকভাবে অসুস্থ থাকায় বুধবার শুনানি না করে পুনরায় আগামী ৩০ আগস্ট পরবর্তী শুনানির তারিখ ধার্য্য করেন।

এদিকে মামলার বাদী মকতুল হোসেন জানান, তিনি মামলার কার্যক্রম শেষ করে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার পরপরই আতঙ্কিত হয়ে পড়েন। তিনি গণমাধ্যমে পাঠানো এক আবেদনে বলেন, “এলাকার সচেতন নাগরিক হিসেবে আমি হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম ও উখিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান উল্লাহ’র বিরুদ্ধে ৭৫ লাখ ৯৬ হাজার ৬৪২.৮৪ টাকা আতœসাতের ঘটনায় বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালতে একটি নালিশী মামলা দায়ের করি। যা গুরুত্বসহকারে আমলে নিয়েছেন আদালত। যার ফৌজদারী দরখাস্ত নং-২২/১৭।

১৬ আগস্ট বুধবার মামলাটি শুনানির ধার্য্য তারিখ ছিলো। বিজ্ঞ আদালত পুনরায় আগামী ৩০ আগস্ট পরবর্তী শুনানির তারিখ ধার্য্য করেছেন। মামলার কার্যক্রম শেষ করে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার পরপরই আতঙ্কিত হয়ে পড়েন বাদী। তিনি বলেন, “যেহেতু বিবাদীগণ ক্ষমতাশালী সেহেতু যে কোন সময় তারা আমার এবং আমার পরিবারের জান মালের ক্ষতিসহ মিথ্যা মামলা মোকাদ্দমায় জড়িয়ে হয়রানি করতে পারেন। সুতরাং আমাকে পর্যাপ্ত আইনী সহায়তা দেয়ার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি বিনীত অনুরোধ করছি”। উল্লেখ্য, ১৩ আগস্ট কক্সবাজারে আলোচিত মামলাটি দায়ের হয়।