প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলার ভৌগলিক সীমার মধ্যে নিপতিত আরকান সড়ক ও উপ-সড়ক সমূহের চলাচলকারী ট্রাক-মিনিট্রাক, সমুহের চালক ও সহকারীগণের নিবন্ধিত সংগঠন কক্সবাজার ট্রাক, মিনিট্রাক (পিক-আপ) শ্রমিক ইউনিয়ন এর সর্বশেষ গত ১০/১০/২০১৫ইং সনে সাধারণ সভায় শ্রমিকদের সর্বসম্মতিক্রমে ২০১৫ সনে হালনাগাদ ভোটার তালিকা পাশ হয়। উক্ত সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকা’২০১৫ এর ভিত্তিতে শ্রমিকদের স্বতস্ফুর্ত অংশ গ্রহনে গত ৩০/১১/২০১৫ইং সনে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে কুতুবদিয়া-মহেশখালীর মাননীয় সাংসদ আশেক উল্লাহ রফিকসহ বিভিন্ন রাজনৈতিক ও মালিক-শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচনে বিশিষ্ট শ্রমিক নেতা ফজলূল করিম সাঈদী এবং মুফিজুর রহমান যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সংগঠনের নির্বাচিত বৈধ পরিষদ সাইদী-মফিজ পরিষদকে পাশ কাটাইয়া ২০১৫ সনে পরাজিত প্রার্থী মোঃ ইদ্রিস ও আবু ছিদ্দিক গং পরস্পর যোগসাজসে বিগত ২০১০ সনের বিতর্কিত ভোটার তালিকার আলোকে গিয়াস উদ্দিন আহমদ কে নির্বাচন পরিচালনা উপ-কমিটির চেয়ারম্যান উল্লেখে আগামী ১৯/০৮/২০১৭ইং সনে অনুষ্ঠিতব্য নীল নকশার নির্বাচনের তফসিল ঘোষণা করেন। উক্ত ঘোষিত তফসিলের আলোকে অনুষ্ঠিতব্য নীল নকশার বিতর্কিত নির্বাচনকে অবৈধ ঘোষণার প্রার্থনায় সংগঠনের সাধারণ সদস্য বিজ্ঞ সিনিয়র সহকারী জজ, কক্সবাজার আদালতে গিয়াস উদ্দীন আহমদ গং এর বিরুদ্ধে অপর মামলা নং-১৮৩/২০১৭ দায়েরকৃত নিষেধাজ্ঞার আবেদন করিলে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হইয়া আগামী ১৯/০৮/২০১৭ইং তারিখের বিতর্কিত নির্বাচন স্থগিত করিয়া দেন। বাদীপক্ষে মামলা দায়ের করেন কক্সবাজার জেলা জজ আদলতের সিনিয়র আইনজীবি মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী। শুনানীতে সহায়তা করেন সিনিয়র আইনজীবী কামরুল হাসান, সিনিয়র আইনজীবি মোস্তাক আহমদ, এডভোকেট মোকাম্মেল হক মানিক, এডভোকেট জিয়া উদ্দিন মাহমুদ এবং এডভোকেট খালেদা আনোয়ার প্রমুখ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।