সিবিএন:
কক্সবাজার শহরের কলাতলী শ্যামলী কাউন্টার এর সামনে থেকে মোঃ মোস্তাক আহমদ (২৮) নামে পাচারকারীকে ১৫০০ ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (১৬ আগষ্ট) সকাল সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়। সে টেকনাফের মধ্যম হ্নীলা এলাকার মৃত ঠান্ডা মিয়ার ছেলে।
আটক মোঃ মোস্তাক আহমদ স্বীকার করেছে, শফিক নামের এক ব্যবসায়ীর সাথে ১০ হাজার টাকার চুক্তিতে ইয়াবাসমূহ চট্টগ্রামে এক ব্যক্তির কাছে নিয়ে যাচ্ছিল। তবে, সে পেশাদার ব্যবসায়ী বা পাচারকারী নয় দাবী করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার এর ইন্সপেক্টর ধনঞ্জয় চন্দ্র দেবনাথ সিবিএনকে জানান, আটক মোঃ মোস্তাক আহমদ ইয়াবার একটি প্যাকেট নিয়ে পাচারের জন্য অপেক্ষা করছিল। অভিযান চালিয়ে গাড়ীতে ওঠার আগেই তাকে হাতেনাতে ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে।