ফরিদুল আলম দেওয়ান, মহেশখালী: 

প্রবল বর্ষণে সৃষ্ট পাহাড়ী ঢলে মহেশখালীতে প্রধান সড়ক সহ গ্রামের অভ্যান্তরিন রাস্তা ঘাটের  ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে কাঁচা বাড়ীঘর ও ফসলি জমি। টানা ৩/৪ দিনের ভারী বর্ষণে মহেশখালী উপজেলার পৌরসভাসহ ৮ ইউনিয়নে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। রাস্তা ঘাট ভেঙ্গে গিয়ে খন্ড খন্ড ভাবে গোরক ঘাটা- জনতা বাজার ও মাতারবাড়ী- চালিয়াতলী প্রধান সড়কে   যোগাযোগ বিঘ্নিত হয়েছে। উপজেলার কালারমার ছড়ার চিকনী পাড়ায় ফয়েজ (১০) নামের এক শিশু বিধ্বস্ত নিজ বাড়ীর দেওয়াল চাপা পড়ে মারাত্নক আহত হয়েছে।
জানা যায়, গত ৩ দিন ধরে টানা বৃষ্টিতে উপজেলার পৌরসভা, কুতুবজোম, ঘটিভাংগা, ছোট মহেশখালী, বড় মহেশখালী শাপলাপুর, মাতারবাড়ী,হোয়ানক,কালারমার ছড়া ও ধলঘাটার নিচু এলাকায় প্লাবিত হয়েছে।
হোয়ানক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল  জানান- পাহাড়ী ঢলে হোয়ানকের বড় ছড়ার দক্ষিন পাশে প্রধান সড়কে ভেঙ্গে গিয়ে ক্ষয় ক্ষতি হয়েছে। অনেক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘঠেছে বলে জানা গেলেও হতাহতের খবর পাওয়া যায়নি এখনো।
কালারমার ছড়ার ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরিফ ও ব্যবসায়ি নুর সিরাজ জানান, পাহাড়ী ঢলে অাঁধার ঘোনা, নোনা ছড়ি, ছামিরা ঘোনা, ঝাপুয়া, চালিয়াতলী ও বালুর ডেইল নামক স্থানে প্রধান সড়কে ভেঙ্গে গিয়ে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। গতকাল ১৫ আগষ্ট সকালে
কালার মার ছড়ার ছিকনি পাড়া গ্রামের নুর আহমদ এর  ছেলে ফরিদুল আলম এর বাড়ীটি প্রচুর বৃষ্টিতে সৃষ্ট ঢলের কারনে দেওয়াল ধসে পড়ে বাড়ীটি বিধ্বস্ত হয়। এতে তার ১০ বছরের ছেলে ফয়েজ দেওয়াল চাপা পড়ে মারাত্নক আহত হয়।