প্রেস বিজ্ঞপ্তি:

আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন, জাতির অগ্রযাত্রা রুখতেই জাতির জনককে স্ব-পরিবারে হত্যা করা হয়েছে। যারা জাতির জনক হত্যাকারীদের রক্ষা করতে ইনডেনিটি অধ্যাদেশ জারি করে তৎপরতা চালিয়ে ছিল তারাই মুল পরিকল্পনাকারী। তাদেরও বিচারের আওতায় আনা প্রয়োজন। যারা জনগনকে নিজের জন্ম তারিখ নিয়ে বিভ্রান্ত করে তাদের প্রতি বিশ্বাস রাখবে কি করে। তাই এই শোকের দিনে আমরা শপথ গ্রহন করি বাংলাদেশে যাতে এ অপ-শক্তির আর উত্থান না ঘটে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যেতে চাই। তিনি জাতির জনকের ্এই প্রিয় ভুমিকে বিশ্বের দরবারে একটি সম্মানের আসনে অধিষ্টিত করেছেন। তিনি গতকাল বেলা ১১টায় মহেশখালীতে ৪২ তম জাতীয় শোক দিবসের বিশাল শোক র‌্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে ও মোখলেচুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভুমি) বিভিষণ কান্তি দাশ, এ.এস.পি রতন দাশ গুপ্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী । বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম সাকিব, ওসি তদন্ত শফিকুল আলম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম আজিজুর রহমান, শামসুল আলম কুতুবী, মাস্টার লিয়াকত আলী,সাবেক চেয়ারম্যান শামসুল আলম, সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ জাকারিয়া, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মশরফা জন্নাত, উপজেলা যুবলীগের আহবায়ক সাজেদুল করিম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ওয়াজেদ আলী মুরাদ ও রিদুওয়ান রাসেল। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ছালেহ আহমদ, মুক্তিযোদ্ধা আবু জাফর ছিদ্দিকী, নুরুল আলম, ব্রজগোপলা ঘোষ, প্রণব কুমার দে, আবু ছিদ্দিক, ছোট মহেশখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল করিম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশহাদ উল্লাহ সায়েম, সাইফুল ইসলাম রায়হান, বড় মহেশখালী যুবলীগের আহবায়ক জিল্লুর রহমান মিন্টু মেম্বার,ছোট মহেশখালী আওয়ামী লীগ নেতা মাহবুব আলম, ছাত্রলীগের কেন্দ্রিয় সদস্য সরওয়ার আজম, জেলা ছাত্রলীগ নেতা সরওয়ার কাইচার ছিদ্দিকী সোহেল, যুবলীগের মোজাম্মেল হক বাহাদুর, ছাত্রনেতা শাহনেওয়াজ, ছোট মহেশখালী ছাত্রলীগের আহবায়ক রিয়াদুল ইসলাম মঈন সিকদার, শ্রমিকলীগের নজরুল ইসলাম, যুবলীগের শফিউল আলম, শ্রমিক লীগের রিপন উদ্দিন, মোহাম্মদ আলমগীর, যুবলীগের মোহাম্মদ শাহজাহান, নজরুল ইসলাম সাহেল মোঃ আশেক। বেলা ২টায় ডাক বাংলো চত্তরে উপজেলা মহিলা আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন আশেক উল্লাহ রফিক এমপি। এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী ও এ.এস.পি রতন দাশ গুপ্ত। এতে বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগ সভাপতি মশরফা জন্নাত, সহ-সভাপতি মিনুয়ারা বেগম ও সাধারণ সম্পাদক সেলিনা আকতার।

বিকাল ৪টায় শাপলাপুর ইউনিয়ন যুবলীগের শোক সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন আশেক উল্লাহ রফিক এমপি। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ সামিদুল ইসলাম। এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কুতুবজুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন, বীর মুক্তিযোদ্ধা ছালেহ আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা মোহাম্মদ রুহুল আমিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সহ-সভাপতি মৌলভী ওসমান গণী। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক সাজেদুল করিম। বিশেষ বক্তা ছিলেন যুগ্ম আহবায়ক এডঃ শেখ কামাল ও যুগ্ম আহবায়ক সেলিম উল্লাহ সেলিম। বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ওয়াজেদ আলী মুরাদ, আবদু সালাম মেম্বার, আহসান, সাদ্দাম হোসেন, বেলাল হোসেন, হেফাজত, মনির হোসেন। পরে তিনি যুবলীগ আয়োজিত কাঙ্গালী ভোজে অংশ গ্রহন করেন।