শাহীনশাহ, টেকনাফ:
টেকনাফের হোয়াইক্যং রওজাতুন্নবী (সঃ) দাখিল মাদ্রাসার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে পতাকা অর্ধনমিতকরণ, খতমে কোরআন, শোক র্যালি, বঙ্গবন্ধুর ছবি অংকন, রচনা, কবিতা আবৃতি প্রতিযোগিতা ও আলোচনা সভা। আলোচনা সভায় মাদ্রাসা সুপার মৌলানা ছিদ্দিক আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হারুনর রশিদ সিকদার। বিশেষ অতিথি ছিলেন দাতা সদস্য ইয়াকুব আলী, সদস্য নুরল ইসলাম। শিক্ষক গোলাম আযম ছোটনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক যথাক্রমে আসাদুর রহমান রিফাত, আব্দু রহিম, বদরুল আলম, মোহাম্মদ হোসাইন, ইউসুফ আলী শিক্ষার্থীদের মধ্যে নুরুন্নবী, খোরশেদ আলম, জাহেদ হোসেন, নুরুল আবছার প্রমূখ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার পরিজনদের উপর বিশদ আলোচনা করার পাশাপাশি তাঁদের রুহের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিবেশন করেন শিক্ষক হাফেজ সৈয়দ আলম। সভা শেষে বিপুল উৎসাহ উদ্দীপনায় শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপন করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।