আমান উল্লাহ আমান, টেকনাফ:
টেকনাফে দুঃস্থদের মাঝে ১৫ আগস্ট আনুষ্টানিক ভাবে ৩৩০ বান্ডিল ঢেউ টিন এবং ২৬ লক্ষ টাকা বিতরণ করেছেন আব্দুর রহমান বদি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কতৃক সরকারী বরাদ্দের ঢেউ টিন এবং আর্থিক অনুদানের টাকার চেক এমপি আবদুর রহমান বদি আনুষ্টানিকভাবে তালিকাভুক্ত ক্ষতিগ্রস্ত ও দুঃস্থদের মাঝে বিতরণ করেন।
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা সুত্রে জানা যায়, ১৬৫ জনের মাঝে মোট ৯ লক্ষ ৯০ হাজার টাকা এবং ৩৩০ বান্ডিল ঢেউ টিন, ৫০ হাজার টাকা করে ৩০টি পরিবারকে মোট ১৫ লক্ষ টাকা, বিদ্যুৎপৃষ্টে নিহত ২টি পরিবারকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৩টি পরিবারকে ৩ হাজার টাকা করে মোট ৩৯ হাজার টাকা, আহত ২ জনকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা বিতরণ করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।